গৃহকর সেবা একটি অটোমেটেড গৃহকর ব্যবস্থাপনা উদ্যোগ যার মাধ্যমে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড তার আওতাধীন সকল আবাসন মালিকদের গৃহকর সুনিপুনভাবে সয়ংক্রিয়ভাবে নির্ধারণ করতে পারবেন। এই সিস্টেমের মধ্যমে প্রত্যেক গৃহকরদাতাদের তথ্য সহজেই যাছাই করা যাবে এবং ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড বনানী ডিওএইচএস, মিরপুর ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস, সদর মহাখালী, কচুক্ষেত পুরান বাজার এলাকা, ক্যান্টনমেন্ট বাজার এলাকা, রজনীগন্ধা সুপার মার্কেট(রগসুমা) ইত্যাদি সকল এলাকার গৃহকর সংগ্রহের সার্বিক অবস্থা দেখতে পারবেন।
এছাড়াও সম্মানিত গৃহকরদাতারা সফটওয়্যার এর মাধ্যমে অনলাইনে অথবা কাউন্টারে এসে তাদের গৃহকরের বিস্তারিত তথ্য যাচাই করে কর প্রদান করতে পারবেন।